এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ায় বিস্ময় ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন বাদ পড়লেন শ্রেয়াস আইয়ার? ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও রবিচন্দ্রন অশ্বিন প্রকাশ্যে বলেছিলেন, শ্রেয়াসের সঙ্গে অন্যায় হয়েছে। তবে এতদিন এ বিষয়ে মুখ না খুললেও অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।
সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়াস বলেন,"এটা তখনই হতাশাজনক যখন আপনি জানেন, একাদশে থাকা আপনার প্রাপ্য ছিল। এমন পরিস্থিতিতে বাদ পড়াটা কষ্টদায়ক। তবে কেউ যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং দলের জন্য অবদান রাখে, তাহলে তাকে অবশ্যই সমর্থন করা উচিত।"
তিনি আরও যোগ করেন,"সবশেষে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। দল জিতলে সবাই খুশি থাকে।"
আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন তিনি। এর আগের মৌসুমে পাঞ্জাব কিংসের হয়েও ৬০৪ রান করেছিলেন, যদিও দলটি ফাইনালে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে।
তবে আইপিএলের সেই ধারাবাহিকতা ও নেতৃত্বগুণ সত্ত্বেও এশিয়া কাপের মূল দল তো দূরের কথা, রিজার্ভ তালিকাতেও জায়গা পাননি তিনি। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক।
তবে শ্রেয়াস হতাশ হলেও দমে যাওয়ার মানুষ নন। দল থেকে বাদ পড়লেও পেশাদার মনোভাব বজায় রেখেছেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/মুসা