ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন—রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা। সেই যাত্রা শুরু হলো দারুণভাবে। আর্মেনিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দুটি গোল করেছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে এত দিন সমান ৩৬ গোল ছিল দুইজনের। আজ মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোল হয়ে গেছে ৩৮টি। ৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।
মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরও এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল।
রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আর টিকে থাকবে না। কারণ বাছাইপর্বে রোনালদো আরও বেশি কয়েকটি ম্যাচ তো খেলবেনই। রুইজকে ছুঁতে তাঁর দরকার এক গোল, ছাড়িয়ে যেতে দুটি।
বিডি প্রতিদিন/নাজিম