গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় ৪,০০০-এরও বেশি বিজ্ঞানী একত্রে সরব হয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেখা এক উন্মুক্ত চিঠিতে তারা গাজার বর্তমান পরিস্থিতিকে “অসহনীয়” বলে অভিহিত করেছেন।
চিঠিতে বলা হয়, গাজায় কৃত্রিমভাবে খাদ্য সংকট সৃষ্টি করা হয়েছে, যা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ডেকে এনেছে। স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে, শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ১৪ জন নোবেলজয়ী বিজ্ঞানী, পাঁচজন ফিল্ডস মেডেল বিজয়ী, ২০ জন ব্রেকথ্রু প্রাইজ প্রাপক, ৩৪ জন ডিরাক পুরস্কার বিজয়ী ও চারজন উলফ পুরস্কারজয়ী। নোবেলজয়ীদের মধ্যে রয়েছেন পদার্থবিদ জেরার্ড ’ট হুফ্ট, ডেভিড পলিটজার, গণিতবিদ রজার পেনরোজ, পদার্থবিদ তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।
তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন- “ইতিহাসে এমন কোনো কিছুই ঘটেনি, যা বর্তমান গাজার সাধারণ মানুষের ওপর নেমে আসা ভয়াবহতাকে ন্যায্যতা দিতে পারে।” বিজ্ঞানীরা একদিকে যেমন গাজার পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে হামাসের ২০২৩ সালের অক্টোবরে চালানো হামলা ও পণবন্দী করে রাখার ঘটনাকে নিন্দা করেছেন এবং সব পণবন্দীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক খ্যাতিমান বিজ্ঞানীর একসঙ্গে অবস্থান নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আন্তর্জাতিক অঙ্গনে গাজা সংকট নিয়ে নতুন মাত্রা যোগ করেছে। তাদের মতে, বিশ্ব সম্প্রদায়ের যৌথ নৈতিক দায়িত্ব হলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা।
তথ্য সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ