জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এশিয়ার সেরা টি-২০ একাদশ ঘোষণা করেছে। ভারতের চার, শ্রীলঙ্কার তিন, পাকিস্তানের দুই এবং বাংলাদেশ ও আফগানিস্তানের একজন করে সুযোগ পেয়েছেন এ একাদশে। বাংলাদেশ থেকে এশিয়ার সর্বকালের সেরা একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ১৮ বছরের টি-২০ ক্যারিয়ারে সাকিব ১২৯ টি-২০ ম্যাচে রান করেছেন ২৫৫১। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি ১৩টি। উইকেট নিয়েছেন ১৪৯টি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি। ক্রিকইনফোর নির্বাচিত একাদশের ওপেনার শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে, তিন নম্বরে ভারতের বিরাট কোহলি, চারে ভারতের সূর্যকুমার যাদব, পাঁচে ভারতের মহিন্দ্র সিং ধোনি, ছয়ে সাকিব আল হাসান, সাতে শহীদ আফ্রিদি, আটে আফগান স্পিনার রশিদ খান, নয়ে পাকিস্তানের উমর গুল, দশে ভারতের জাসপ্রীত বুমরাহ এবং এগারো নম্বরে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ম্যান পাকিস্তানের সাঈদ আজমল। দলে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
এশিয়ার সর্বকালের সেরা টি-২০ একাদশ : সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি : সাঈদ আজমল।