লালমনিরহাটের পাটগ্রামে পানিতে ডুবে রাসেল মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল বিকালে বাড়ির পাশে পুকুরে গোসলে গিয়ে তলিয়ে যায়।