ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোর। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সারোয়ার ওই এলাকার আমির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সারোয়ার ও শ্রাবণের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শ্রাবণ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, হামলাকারী যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে।