ওমর সানী-মৌসুমীর প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। ১৯৯২ সাল। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তখনো মুক্তি পায়নি। এরই মধ্যে মৌসুমীর সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলেন সানী ‘দোলা’ সিনেমার। ‘দোলা’ দিয়ে প্রথম জুটি গড়লেন ওমর সানী-মৌসুমী। সেই ‘দোলা’ সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে প্রথম তাদের মনোমালিন্য হয়। দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়। কিন্তু সেই মনোমালিন্য থেকেই মৌসুমীর জন্য ওমর সানীর ভালোবাসা জন্মে। ‘আত্ম অহংকার’-এর শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানীকে জানান, কাল তার জন্মদিন। দুপুরে তারা একসঙ্গে খাবেন। সেই সময় ওমর সানী প্রথম মৌসুমীকে উপহার দেন। তার প্রথম উপহার ছিল সোনার চেইন। ওমর সানী নিজের গলা থেকে প্রায় ৪ ভরি ওজনের একটা সোনার চেইন মৌসুমীকে উপহার দেন। শুটিং থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। অতঃপর বিয়ে, সংসার এবং সন্তান। বর্তমানে মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, তা-ও দীর্ঘ কয়েক বছর ধরে। আর ওমর সানী রয়েছেন বাংলাদেশে তার রেস্টুরেন্ট চাপওয়ালার ব্যবসার দেখভাল নিয়ে। গুঞ্জন রয়েছে তাদের সম্পর্ক এখন ভালো যাচ্ছে না।