ঈশ্বরদী উপজেলায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারুল ইসলাম নামে এক নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার দাশুড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া গোলচত্বর সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক এবং তার ভাই স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের বিরুদ্ধে। এ নিয়ে দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা বিপুল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। সেই ঘটনার ধারাবাহিকতায় গতকাল দুপুরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনোয়ারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রকু প্রামাণিক ও বিপুল মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘পরশু দিন লেগুনা ও সিএনজি ড্রাইভারদের নিয়ে ঝামেলা হয়েছিল। সেই সমস্যা সমাধান করতে গিয়ে তাদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।’
শিরোনাম
- রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় শনিবার বন্ধ থাকবে জবি
- মিয়ানমারে আটকেপড়া ২০ জন ফিরলেন স্বজনদের কাছে
- এবার হার্ভার্ডের করমুক্ত মর্যাদা কেড়ে নেয়ার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৩ মে
- আমিরাতের পরিকল্পনায় হুথিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান
- বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ একাই লড়বে চীন?
- এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৯ হাজার, ১৮ পরিদর্শক বহিষ্কার
- ভুয়া ভারতীয় পাসপোর্ট চক্রের হদিসে পশ্চিমবঙ্গে ইডি’র অভিযান
- ২০২৪ সালের ঝড় ও বন্যায় ইউরোপজুড়ে ক্ষতিগ্রস্ত চার লাখের বেশি মানুষ
- এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার নির্দেশ
- পরবর্তী মহামারী মোকাবেলায় কতটা প্রস্তুত বিশ্ব, যাচাই করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
- ত্রাণ হস্তান্তর শেষে মিয়ানমার থেকে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ
- চোরাচালানি ও মানবপাচারকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রসচিব
- ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : আনিসুজ্জামান চৌধুরী
- সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ
- তিন ফিফটিতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
- মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
- বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর