সিরাজগঞ্জে বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে একটি কারখানার মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার রামগাঁতি এলাকায় অবস্থিত এস এম মদিনা পটেটো চিপস কারখানায় এই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটির মালিক একাব্বর আলী আলুর বদলে চিপস তৈরিতে ময়দা ব্যবহার করছিল।