সিদ্ধিরগঞ্জে ইপিজেডে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৬ জনের নামে ও অজ্ঞাত ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদমজী ইপিজেডের নিরাপত্তা পরিদর্শক মুনসুর হাওলাদার বাদী হয়ে গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। আটক ৪৫ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রবিবার বলেন, ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।