সুন্দরবন, শালবন বৌদ্ধবিহার, কুয়াকাটাসহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের দিন থেকে পর্যটকের ঢল নেমেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে ঈদের দিন থেকে পর্যটকের ঢল নেমেছে। সুন্দরবন ও প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, ঈদের দিন থেকেই এ দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে পর্যটকের ঢল নামে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রণী প্রজনন ও ইকোট্যুরিজম কেন্দ্র, হিরণ পয়েন্ট, শরণখোলার আলীবান্ধা, হারবাড়িয়া, কটকা, কচিখালী, জামতলা সিবিচ, টাইগার পয়েন্ট, দুবলা, ত্রিকোণ আইল্যান্ড, কলাগাছি ও দোবেকি পর্যটন স্পটগুলোসহ শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর মেরিন ড্রাইভ রিভারভিউ ইকোট্যুরিজম কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
কুমিল্লা : কুমিল্লার শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিনোদন কেন্দ্রে ঈদের ছুটিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘরই ছিল দর্শনার্থীর আগ্রহের শীর্ষে। এ ছাড়া রূপবানমুড়া, কোটিলা মুড়া, ধর্মসাগরপাড়, গোমতী নদীর পাড়, রাজেশপুর ফরেস্ট বিট ও বাণিজ্যিক পার্কগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।
বিভিন্ন সূত্র জানায়, ঈদের দিন থেকে তিন দিনে শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘরসহ কোটবাড়ি এলাকায় প্রায় ৩০ হাজার দর্শনার্থী এসেছেন। শালবন বৌদ্ধ বিহারের ভিতরে দেখা যায়, দর্শনার্থীর উপস্থিতি কমেনি। বিভিন্ন রঙের ফুল তার রূপের পসরা সাজিয়েছে। পাতা বাহারও সৌন্দর্য ছড়াচ্ছে। তাল গাছের মাথায় বাসা বোনায় ব্যস্ত বাবুই পাখি।
লাকসামের নওয়াব ফয়জুন্নেছা জমিদার বাড়ি, সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ফরেস্ট বিট, মুরাদনগরের দৌলতপুরে কাজী নজরুলের স্মৃতি জড়ানো স্থান এবং কয়েকটি জমিদার বাড়িতেও দর্শনার্থীরা ঘুরতে এসেছেন। শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান শাহীন আলম জানান, শুক্রবার পর্যন্ত দর্শনার্থীর এ ভিড় থাকবে।
কলাপাড়া (পটুয়াখালী) : টানা নয় দিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে সাগর কন্যা কুয়াকাটায়। সরেজমিনে দেখা গেছে, জিরো পয়েন্ট-সংলগ্ন পূর্ব-পশ্চিম দিকের অন্তত চার কিলোমিটার এলাকায় হাজার হাজার পর্যটক গোসল করছেন। একই সঙ্গে সৈকতের বালিয়াড়ীতে হইহুল্লোড়ে মেতেছেন অনেকে পর্যটক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানিতে নেমে পড়েছেন তারা। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও নোনাজল ছেড়ে উঠছিলেন না অনেকে। এ ছাড়া লেম্বুরচর, শুঁটকিপল্লি, গঙ্গামতী সৈকত, মিশ্রিপাড়া বৌদ্ধমন্দির, রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেটসহ আকর্ষণীয় সব স্পটে পর্যটকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মা নদী তীরে বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন বয়সি দর্শনার্থীর পদচারণায় মুখরিত। সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা ইউকে বিচ এলাকায় দেখা যায়, কয়েক হাজার মানুষ নদী তীরে ভিড় করেছেন।