ঢাকার সাভারে পাওনা টাকার জন্য আবদুল আজিজ নামে এক ইজিবাইক চালকের কোমরে শিকল ও তালা দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। গতকাল সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জাদুরচরের মধুর চরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আজিজুল ইসলাম বলেন, হেমায়েতপুর জাদুরচর এলাকার রফিকের একটি ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন আজিজুল। গত রোজায় ওই ইজিবাইকটি চুরি হয়। পরে স্থানীয়রা সালিশ করে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। সব টাকা দিতে না পারায় গতকাল রফিক লোকজন নিয়ে আজিজুলের বাসায় এসে তাঁকে শিকল দিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রেখে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
সাভার থানার ওসি জুয়েল মিঞা বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।