ভাঙ্গায় আতশবাজি কেনার টাকা না পেয়ে অপু শেখ (১৫) নামক এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপু উপজেলার মানিকদহ গ্রামের কৃষক মনির শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অপু আতশবাজি কেনার বায়না করে তার বাবা-মায়ের কাছে। তার বাবা-মা আতশবাজি কেনার টাকা দিতে অস্বীকার করলে সে অভিমান করে বুধবার সবার অগোচরে ঘাস মারা বিষ পান করে।