গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মহাবারুণীর স্নান উৎসব হচ্ছে। পুণ্য লাভের আশায় দেশ ও বিদেশের অগণিত মতুয়াভক্ত স্নানে অংশ নিচ্ছেন। ¯œান উপলক্ষে ঠাকুরবাড়িতে বসেছে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা। উৎসবকে কেন্দ্র করে ঠাকুরবাড়িসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়িতে গিয়ে জানা যায়, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিস্টাব্দের ১১ মার্চ কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। আর লীলা করেন পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামে। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফালগুন মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ স্নানোৎসব ও বারুণী মেলা হয়। গত বুধবার রাত ১১টায় শুরু হয়ে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত চলে স্নানোৎসব। পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে আসা পুণ্যার্থী অংশ নিয়েছেন স্নান উৎসবে। উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি মতুয়া সংঘের সাত শতাধিক স্বেচ্ছাসেবক সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঠাকুরবাড়ি এলাকায় সুউচ্চ পর্যবেক্ষণচৌকি ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।