জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শাকিল মিয়াকে গতকাল আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় শাকিল মিয়া। আগুনে তার শরীর ৭০ শতাংশ দগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় রুবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।