২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে তৈরি আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন নতুন ট্রেন চলাচল করবে। ভোগান্তি ছাড়াই নারায়ণগঞ্জবাসী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রয়োজনের তাগিদে আরও ট্রেন বাড়ানো হবে বলেও জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা রেল মন্ত্রণালয় সচিবের উদ্ধৃতি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন আট জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে।