চাঁদপুর শহরের কোড়ালিয়ায় লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ছয়জনের মধ্যে গৃহবধূ খাদিজা আক্তার (৩২) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী ইমাম হোসেন সরদারের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন।
তিনি বলেন, গত ৯ মার্চ সাহরির সময় শহরের কোড়ালিয়ায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে পরিবারের ছয়জন দগ্ধ হন। সবাইকে পাঠানো হয় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা আশঙ্কাজনক ছিল। তিনি মূলত গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন। দগ্ধ অন্যরা হলেন- আবদুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), মেঝো ছেলের বউ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।