হবিগঞ্জে হত্যাসহ ১৬ মামলার আসামি ডাকাত সর্দার জালাল মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে ফেনীর লালপুল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-৩-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গতকাল র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ৭ ফেব্রুয়ারি ভোররাতে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থেকে কৌশলে পালিয়ে যান জালাল।