বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠির সেলিম তালুকদার রমজান কন্যা সন্তানের বাবা হয়েছেন। ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে শনিবার সন্ধ্যায় তার স্ত্রী সুমি সন্তান প্রসব করেন। মৃত্যুর সাত মাস সাত দিন পর শহীদ সেলিমের উত্তরাধিকার এলো পৃথিবীতে। নবজাতকের নাম রাখা হয়েছে রোজা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল নবজাতককে দেখতে এসে বিভিন্ন উপহার দেওয়া হয়েছে। সেলিম তালুকদারের স্ত্রীর হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়। সুমি আক্তার বলেন, ‘আমার স্বামী শহীদ হয়েছেন। তার স্মৃতি হিসেবে এ সন্তানই আমার কাছে থাকবে। আমার একটাই চাওয়া সন্তানকে যেন কারও কাছে হাত পাতা না লাগে। আমি যতদিন বাঁচব শহীদ সেলিমের স্ত্রী হিসেবে বাঁচব। সন্তানকে তার পরিচয় দেব।’