চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর করা মামলায় গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- তসলিমুজ্জামান সাগর, বিল্লাল হোসেন ও আছের উদ্দিন।