ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। নিহতের স্বজনরা জানান, টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। আটক সোহরাব হোসেনের পকেট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫ হাজারের কিছু বেশি টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।