চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিতুদহ বাজারে গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাস তিতুদহ গ্রামের আবদুর রহিম মল্লিকের ছেলে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তিতুদহ গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকালে তিতুদহ বাজারে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন জোয়ার্দ্দার জানান, নিহত রফিকুল তিতুদহ ই্উনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। সংঘর্ষের ঘটনায় রফিকুলের ভাই শফিকুলও আহত হয়েছেন।