সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে তোলা বালুর জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৯) ও হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। গতকাল উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতলে এ ঘটনা ঘটে।
এদিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে সাফায়াত (৪) ও ফারহান (৪) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে সাফায়াত ও প্রতিবেশী সোহাগ হোসেনের ছেলে ফারহান বাড়ির পাশে খেলছিল। হঠাৎ তারা বাড়ির পাশেই পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।