গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- মো. মাসুম (৩৫) ও সজীব মিয়া (২৫)। গতকাল তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এসআই উৎপল কুমার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও টাকা দাবির বিষয়টি স্বীকার করেছেন মাসুম।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই তরুণী টঙ্গীর মাস্টারপাড়া এলাকায় আকিজ বেকার্স কারখানায় কাজ করতেন। ২৭ ফেব্রুয়ারি ভোরে কারখানায় কাজে যোগ দিতে বাসা থেকে বের হলে মাসুম, সবুজ ও আবু বক্কর তার গতিরোধ করেন। পরে হত্যার ভয় দেখিয়ে পাশের একটি বাড়ির কক্ষে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করে। এ ঘটনার পরের দিন ওই তরুণী টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।