কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পেকুয়া সদর ইউনিয়নের সৈকত পাড়া নামক স্থানে গতকাল নদীতে লাশ ভাসতে দেখে থানায় জানান স্থানীয়রা। মৃতের নাম মোহাম্মদ মজিব (১৭)। তিনি চকরিয়া উপজেলার সিকদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। পেশায় ইজিবাইকচালক ছিলেন। ওসি সিরাজুল মোস্তফা বলেন, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৃতের ভাই আবদুল আজিজ বলেন, সোমবার সন্ধ্যায় তার সঙ্গে মোবাইলে কথা হয়। সে তখন গাড়ি চালাচ্ছিল। এরপর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। গতকাল দুপুর ১২টার দিকে খবর পাই মাতামুহুরি নদীতে তার লাশ ভাসছে।