টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুরে টঙ্গী বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সওজ কর্তৃপক্ষ বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বলেন, বিআরটি প্রকল্পের অধীনে একটি ও সওজের অধীনে আরও দুটি বেইলি ব্রিজ ছিল। গত ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে যায়। বিআইডব্লিউটি অনুমতি দিলে তুরাগ নদের ওপর স্থায়ীভাবে দুটি বেইলি ব্রিজ স্থাপনের ব্যবস্থা করব।