কক্সবাজার শহরের কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশেষ অভিযানের মাধ্যমে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের একটি টিম এসব কচ্ছপ উদ্ধার করে। বন বিভাগ সূত্রে জানা যায়, গাপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার সময় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির। যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা ও পরিবহন অথবা ব্যবসা করা যাবে না। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, ‘পর্যটন শহরে সামুদ্রিক মাছের সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন প্রজাতির কচ্ছপও বিক্রি শুরু করেছে।
বেশ কিছুদিন যাবত এই রেস্টুরেন্টকে অনুসরণ করে আসছিলাম। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।’