লালমিনরহাট জেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ করেছে চাষিরা। গতকাল সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারসংলগ্ন মহাসড়কে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের আশ্বাসে সাড়ে ৩ঘন্টা পর অবরোধ তুলে নেন চাষিরা। আন্দলনরত আলু চাষিরা জানান, ২০২৪ সালে ৬০ কেজি এক বস্তা আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া ছিল ৩ শত ৫০ টাকা। কিন্তু চলতি বছরে হিমাগার কর্তৃপক্ষ কোনো প্রকার ঘোষণা ছাড়াই একই বস্তা আলুর ভাড়া চার শত ৮০ টাকা নির্ধারণ করায় প্রান্তিক কৃষকরা দিশাহারা হয়ে পড়েন। তারই প্রতিবাদে লালমনিরহাটের প্রান্তিক আলু চাষিরা আজ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। বর্তমানে বাজারে আলুর কেজি ১০ টাকা। এই ১০ টাকার মধ্যে যদি ৮ টাকায় হিমাগার মালিক নিয়ে নেয় তাহলে কৃষকরা পাচ্ছেন মাত্র ২টাকা। এতে করে সাধারন কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। আলু সংরক্ষণে হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবী জানান তারা। ওসি মোহাম্মদ নুরনবী জানান, রবিবার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে হিমাগার প্রতিনিধি ও কৃষকদের নিয়ে আলোচনা হবে।