পিরোজপুর সদর উপজেলার কুমিরচিরার জগোদীশ মজুমদারের ছেলে জয়দেব। বাবার কাছ থেকে ২০১২ সালে ৫০ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে শুরু করেন সার কীটনাশকের ব্যবসা। পাঁচপাড়া বাজারে তার দোকানে বিক্রি হতো সার, কীটনাশক, বীজসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি। ধীরে ধীরে পণ্য বিক্রি বাড়ে এবং দোকানও বড় হতে শুরু করে। হঠাৎ আগুনে কেড়ে নিয়েছে জয়দেবের বেঁচে থাকার স্বপ্ন।
গত সোমবার দিবাগত রাত সারে ১২টায় আগুন লাগার খবর শুনে জয়দেব বাজারে এসে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়েছে। তিনি বলেন, দুটি দোকানে প্রায় ২৫ লাখ টাকার মাল ছিল। সব টাকাই বিভিন্ন জনের কাছ থেকে ধার করা। আমি এখন নিরুপায় হয়ে গেছি। কীভাবে নিজে বাঁচব আর টাকা শোধ করব। আগুনে আমার জীবনের স্বপ্ন শেষ করে দিয়ে গেল। ছোট ভাই উজ্জ্বল মজুমদার জানান, দাদার আয়ে আমাদের সংসার চলত। তিনি অনেক কষ্ট করে লোন ও ধার নিয়ে এ ব্যবসা শুরু করেন। আমরা এখন কার কাছে যাব আর কীভাবে এ টাকা শোধ করব। পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।