ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ মিনারে বৃহস্পতিবার রাতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ শনিবার বিকালে মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। আহত আবদুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে সংবাদ সংগ্রহ করতে তিনি শহীদ মিনারে যান। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জাতীয় নাগরিক কমিটির দুই কর্মীকে ছাত্রলীগ বলে পেটাতে থাকেন। ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর সমর্থকরা তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে মারধর করেন।