বান্দরবানের লামার বিভিন্ন রাবারবাগান থেকে ২৬ শ্রমিক অপহরণের ঘটনায় বৃহস্পতিবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বান্দরবান জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন শিমন ত্রিপুরা, জ্যাকসন ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও সিম কার্ড, দুটি মোটরসাইকেল, একটি টর্চলাইট ও ১টি চার্জার হেডলাইট জব্দ করা হয়। ১৫ ফেব্রুয়ারি লামা উপজেলার গজালিয়া মুরং ঝিরি এলাকার ছয়টি রাবারবাগান থেকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করে। পুলিশ বলেছে, বিকাশ অ্যাকাউন্টযুক্ত মোবাইল নম্বরের সূত্র ধরেই আসামিদের আটক করা সম্ভব হয়েছে।