মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর নির্জন চরে এক গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রবিবার পদ্মার ডোমারখালী চরে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় মামলা হয়েছে। বুধবার রাতে অভিযুক্ত ইয়ামিন মুন্সী (১৯), জামাল মোল্লা (২৩) ও জব্বার শেখ (১৮)-কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগসূত্রে জানা যায়, রবিবার রাতে ওই নারীকে শশুরবাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাত পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে নিয়ে যান অভিযুক্তরা। পরে পদ্মার নির্জন চরে নিয়ে চারজন ধর্ষণ করেন। বিজ্ঞপ্তি ও পুলিশসূত্রে জানা যায়, অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা ভুক্তভোগী নারীর স্বামীর পরিচিত। তারা ওই নারীকে পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে অভিযুক্ত ইয়ামিন ও জব্বার ট্রলারে ওঠেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ট্রলারটি পদ্মার ডোমারখালী চরে পৌঁছালে ভয়ভীতি দেখিয়ে চারজন ধর্ষণ করেন। সোমবার ওই নারী থানায় অভিযোগ করেন। মঙ্গলবার পদ্মার পার থেকে জামাল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে বুধবার রাতে ইয়ামিন ও জব্বারকে গ্রেপ্তার করা হয়। ওই তিন যুবক বৃহস্পতিবার মুন্সিগঞ্জের আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পদ্মা উত্তর থানার ওসি জাকির হোসেন বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।