ক্ষতিপূরণসহ ছয় দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান গেটে আশপাশের ১২টি গ্রামের মানুষ গতকাল অবস্থান কর্মসূচি পালন করছেন। এত অবরুদ্ধ হয়ে পড়েন খনির ভিতরে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবার। দাবি হলো- ভূগর্ভে বিস্ফোরক ব্যবহারে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ দেওয়া, এলাকার সব রাস্তাঘাট মেরামত, বেকার ছেলে ও মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানির সংকট সমাধান করা, যাদের ভূমি থেকে কয়লা তোলা তাদের উৎপাদন বোনাস ৫% দেওয়া ও মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করা। স্থানীয়রা জানান, দেড় বছর ধরে ক্ষতিপূরণের দাবিতে তারা আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়টি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, এর আগেও কয়েকটি গ্রামের মানুষ আন্দোলন করছিলেন। প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত তাদের অনুদান দেওয়া হয়েছে।
এখন খনি থেকে একটু দূরে ১৩ গ্রামের লোকজনও ক্ষতিপূরণের দাবি করছে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।