‘কসবার গ্যাস কসবায় চাই’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। পৌরশহরের মুক্তমঞ্চের সামনে গতকাল এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, কোটি কোটি টাকা খরচ করে কসবার তারাপুর কূপ থেকে গ্যাস তোলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। হঠাৎ কোনো অদৃশ্য ইশারায় বন্ধ হয়ে যায় গ্যাস তোলার সব কার্যক্রম। পরে জানা যায়, ভারত সরকারকে খুশি করতে বন্ধ করে দেওয়া হয় এই গ্যাসকূপ।