কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই হয়েছে। উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামের দারোগা বাঁধ সংলগ্ন বিলে গতকাল এ লড়াইয়ে স্থানীয় সোহেল মিরা এবং হেলাল সরদারের দুটি মহিষ অংশ নেয়। দুই মহিষের লড়াই দেখতে ভিড় করেন অনেকে।
স্থানীয়রা জানান, মহিষ দুটি একে অপরকে হারানোর আপ্রাণ চেষ্টা করেছে। থেমে থেমে করেছিল লড়াই। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে হেলাল সরদারের মহিষটিকে হারিয়ে সোহেল মিরার মহিষ জয়ী হয়।
মহিষের লড়াই দেখতে আসা ইমরান বলেন, এক সময় গ্রামবাংলায় এমন প্রতিযোগিতা হতো। এখন সচারাচর চোখে পড়ে না। আরেক যুবক বলেন, মহিষের লড়াই গ্রামবাংলার ঐতিহ্য। শৈশবে আমরা এমন লড়াই দেখেছি। মহিষের লড়াই হবে শুনে দেখতে এলাম। দীর্ঘদিন পর আবার এ দৃশ্য দেখে ভালো লেগেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানান আয়োজকরা।