বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ আগস্ট। গতকাল যুক্তিতর্ক শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের এ দিন ধার্য করেন। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের জানুয়ারিতে রমনা থানায় ২ কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই বছরের জুলাইয়ে অভিযোগপত্র আদালতে জমা দেয়।
২০১০ সালের ফেব্রুয়ারিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর তৎকালীন বিচারক মোজাম্মেল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, রায়ের বাজারে গয়েশ্বরের ছয় তলা ও কেরানীগঞ্জে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে ব্যয় ৫৫ লাখ ৮৪ হাজার টাকা উল্লেখ করা হয়। অথচ গণপূর্ত বিভাগ বাড়ি দুটির অতিরিক্ত নির্মাণ ব্যয় পায় ২৫ লাখ ৩৬ হাজার ৫০৫ টাকা। এ ছাড়া বাসায় ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যা তাঁর ঘোষণা ও জ্ঞাত আয়বহির্ভূত।
আরও বলা হয়, ২০০৪-২০০৫ সালে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে মেসার্স আবদুল মোনেম ও রেজা কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৬১ লাখ টাকা নেন; যা তাঁর অবৈধ অর্জন। এসব অর্থসম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন মর্মে মামলায় অভিযোগ করা হয়।