রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।
গুলশান থানার এসআই আবদুস সালাম বলেন, গত ১২ সেপ্টেম্বর নিকেতনের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। ওই ঘটনায় ১৩ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।
ওই মামলায় গ্রেপ্তারের জন্য ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার ধানমন্ডির বাসায় যাওয়া হয় গত শুক্রবার রাতে। সারারাত তারা বাসার দরজা খোলেননি। পরে ভোরে বাসার দরজা খুলে দিলে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার আহসান হাবিব নিকেতনের ওই মিছিলে অংশ নিয়েছেন কি না অথবা অর্থায়ন করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে এসআই আবদুস সালাম বলেন, তদন্তাধীন বিষয়ে কিছু বলাটা উচিত হবে না। এদিকে আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী সারোয়ার হোসাইন বলেন, আহসান হাবিব গ্রেপ্তার হওয়ার পর বারবার থানায় গেলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি গ্রেপ্তারের কারণও জানায়নি। অথচ সংবিধানে বা সিআরপিসিতে তার এ অধিকার রয়েছে।