খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি ও পূজামণ্ডপে বিশৃঙ্খলা অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পাইকগাছার বাতিখালী সর্বজনীন পূজামণ্ডপের পুরোহিত অধির মণ্ডল এ ঘটনায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে বলা হয়, রাজীব পূজামণ্ডপের সামনে এসে উচ্চৈঃস্বরে মাইক ও বক্স বাজানো যাবে না বলে হুমকি দেয়।
পাইকগাছা থানার ওসি রিয়াজ মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রানু ও সদস্য সচিব আবদুল মান্নান মিস্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজীব নেওয়াজকে কারণ দর্শাও নোটিস দিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।