খুলনায় পারিবারিক কলহে আবদুল হামিদ (৫৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি রায়েরমহল উত্তরপাড়া ব্যাংক কলোনির আতাউর রহমানের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার একটি সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ নিয়েও তিনি চিন্তিত ছিলেন। ফলে সবার অজান্তে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।