বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন তরুণরাই ভবিষ্যতের নির্মাতা এবং দলের প্রকৃত চালিকাশক্তি। বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক প্রতিষ্ঠার সমাবেশ প্রমাণ করে যে, দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়। যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও জনগণের অংশগ্রহণভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।
গতকাল বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে ২৩ মে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে এবং ২৪ মে সেন্ট্রাল স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাবিষয়ক সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।