বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ার ত্রুটির কারণে অ্যাডহক ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগামীতে অ্যাডহক ভিত্তিক আর নিয়োগ দেওয়া হবে না, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে।’
গত ১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৩০ জুনের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা হয়নি, এমনকি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। শুধু হাসপাতালের নোটিস বোর্ডে একটি সীমিত সময়ের জন্য বিজ্ঞপ্তি টাঙানো হয়। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতার ঘাটতি দেখা দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি আলোচনায় এলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রাথমিকভাবে নিয়োগ বাতিলের সুপারিশ করে।