আহান পান্ডে-অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা ভেঙে দিল দুই দশকের রেকর্ড। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তারকা মুখ নেই, তবে প্রি-রিলিজে যা করল এ ছবি তা বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিল। আনকোরা নতুন কোনো জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে। ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছে ১২.৪৯ কোটি টাকা। ছবিতে আহান পান্ডের সঙ্গে রোমান্স করছেন অনীত পাড্ডা। তাদের দুজনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাদের জুটি পছন্দ করছেন। মুক্তির কিছুদিন আগেই ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি থেকে একাধিক দৃশ্য বাদ দেওয়ার দাবি জানানো হয়। সেই মতো ছবির এডিট ভার্সন মুক্তি পেলেও সিনেপ্রেমীদের মধ্যে এ ছবি ঝড় তোলে। ‘সাইয়ারা’র প্রথম দিনেই বক্স অফিসে আয় ২০ কোটি টাকা। যা ভবিষ্যতে রেকর্ড গড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।