ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, ঐকমত্য কমিশন একমতে পৌঁছাতে না পারায় জনগণ হতাশ। এই অবস্থায় দেশে এখন গণতন্ত্রের পরিবর্তে মবতন্ত্র চলছে। জনগণ এসব থেকে মুক্তি চায়। দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, মো. আনিসুর রহমান, মেজর আমীন আহমেদ আফসারী (অব.), আবদুল হাই মণ্ডল, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ইমরুল কায়েস, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।
এনপিপি চেয়ারম্যান আরও বলেন, জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়। এই সরকারের কাছে জনগণের অনেক আশা ছিল। অনেক সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে দেশ একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করত। কিন্তু বর্তমানে এই আন্দোলনের যে চালিকাশক্তি তার মধ্যে ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, জাতীয় সরকার প্রতিষ্ঠার আগে জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা দরকার। আর জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।