সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের ছয় বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুই ধারায় সাজা একত্রে চলবে বিধায় তাকে তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।