বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস)। সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা তাঁতী দলের সদস্য সচিব শাহেদা বেগম ও জেলা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম বকু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য শাহিনুল হক শাহীন ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা গত ৫ আগস্টের পর দেশকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ফায়দা হাসিলের জন্য এখন জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এমআই