ঈদের বিরতি কাটিয়ে লাইট-ক্যামেরায় ফিরেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর শুটিং হয়েছে বরিশালে সাফার নিজ গ্রামে। অভিনেত্রী জানান, নাটকটির সঙ্গে জড়িত সবাই বরিশালের। টানা এক সপ্তাহ শুট করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন অভিনেত্রী। সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও তাঁর দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। নিজ গ্রামে শুটিং করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে। এবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ মন ভরানো সফরে লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছো। প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি মনে হয়, আত্মার একটা অংশ এ জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই।