স্বামীর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েন স্ত্রী; মাত্র আধা ঘণ্টার ব্যবধানে তিনিও পরপারে পাড়ি জমান। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায়।
আজ সোমবার বাদ জোহর মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেহেরপুর কলেজ মোড় সংলগ্ন পৌর কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মরহুম গোলাম মোস্তফার দ্বিতীয় পুত্র মুকিদ খান মুকুল (৭০) রবিবার রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
স্বামীর মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী নন্দা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাকরুদ্ধ হয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।
জানা গেছে, মুকুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ