চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। মৃত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫৫)। এ নিয়ে চলতি বছর করোনায় চট্টগ্রামে মোট ৯ জনের মৃত্যু হয়।
জানা যায়, মারা যাওয়া ব্যক্তি নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। সোমবার নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অন্যদিকে, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরু হয়। ইতোমধ্যে চট্টগ্রামে ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর নগরের বাসিন্দা ১৯৫ জন ও বাকিরা ১৫ উপজেলার বাসিন্দা। ইতোমধ্যে মোট মারা যান ৯ জন। এর মধ্যে নগরে ৪ জন ও উপজেলায় ৪ জন।
বিডি প্রতিদিন/জামশেদ