ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের দেশের নেতারা অপকর্ম করলে জনগণ ফুলের মালা দেয়। জনগণ যদি ফুলের মালা না দিয়ে জুতার মালা দিত, তা হলে নেতারা আর অপকর্ম করার সাহস পেতেন না। গতকাল বিকালে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ও সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ প্রমুখ।
আওয়ামী লীগ ও বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। তারা ছিল শাহী চাঁদাবাজ। আর একদল ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে গিয়ে চাঁদাবাজি করে, টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে। তারা এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতার স্বপ্ন দেখেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, লুটপাট শুরু করে দিয়েছে।