রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এতো সংখ্যক সম্ভাবনাময় প্রাণ হারানো জাতির জন্য গভীর বেদনার। এই শোকের মুহূর্তে আমরা হতাহতদের পরিবারের সকল সদস্য এবং বিমান বাহিনীর সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিডি প্রতিদিন/আরাফাত